Thursday, 28 July 2016

সমুদ্র বেলায়

মোর যুগের আলো তোমার মাঝে শেষ বেলায় 
কন্যা মোর নীরব ত্যাগে  তোমার মাঝে আমার খেলায় 
এক যে ছিল কন্যা ; ফিরলো না আর সে পিতার আলয় 

দাতা  কর্ণের ভারী রাতের চাকায় আমি ছিলাম চক্রব্যূহ 
লুকিয়ে কন্যার সোনার কৌটোয় 

নতুন আশা নতুন সুরে ভোরে দে সুর তোমার  বিনার দোলায় 
আমার যা আছে সব এখন তোমার্  সাথে 
এই পূর্ণিমায় স্বাধীন রাতে স্বাধীনতার জোয়ার সে  শুধু  গনে  শুন্য  ভাটায়
বাতাসে আকাশে তোর রাজ্যের শাসন বানে যদি কভু মনে পরে আমায় 
পারি দিস সেই সমুদ্র বেলায় ...
সপ্ন দুঃসপ্ন ভেঙে সে সুর আজ জানায় বিদায়।



No comments:

Post a Comment