Monday, 25 July 2016

দাগ

দাগ দে মনে ও মন রে কাঁচা  দাগ দে মনে 
চাঁদএর   যেমন আছে দাগ  চাকা চাকা 
মন রে মনে দাগ না এলে নির্মল মন ,হবে না আর পাকা 

আছেন যারা রণে বনে আসে তারা স্বাধীন মনে 
গাইবে বলে ভাবনা কেন নিত্তে তাদের গান ভাসে 

পাখির দল  ওরে বাতাসে দূর আকাশে দুচোঁখ পানে আনাগোনা 
আর পাখির ঠোঁটে খড়  খুট বাসা বেঁধে শাবক  ছানা 
ওরে না তারা দু চার্ দিনে  পাখনা তাদের পাতাসি  
 শেকল  দিয়ে বেঁধে রাখি  আমি. .....তাদের জোর করে উড়িয়ে দি  
আকাশ পানে  ...

দাগ দে মনে ও মন রে কাঁচা  দাগ দে মনে 
চাঁদএর   যেমন আছে দাগ  চাকা চাকা 
মন রে মনে দাগ না এলে নির্মল মন ,হবে না আর পাকা 

মন্দ মেয়ের  উপাখ্যানে  তাদের সাক্ষী গনে গগনে 
ভালো মন্দ সব  জোয়ার ভাটায় 
আসে আর যাই আছড়ে পড়ে 

দাগ দে মনে ও মন রে কাঁচা  দাগ দে মনে 
চাঁদএর   যেমন আছে দাগ  চাকা চাকা 
মন রে মনে দাগ না এলে নির্মল মন ,হবে না আর পাকা 












No comments:

Post a Comment