Wednesday, 20 July 2016

manna dey

সেই তো সুরের ঝর্ণায় ভিজিলে অন্তরে অন্তরে
তুমি হে অমর মান্না দে 
নও  অনাহুত তুমি তো অমর শিল্পী 
আমাদের রিদয়ে 

সবার উপরে রইবে তুমি 
মনে মনে তোমায়  তাই প্রণামী 
কি সুখে বসে আছো তুমি এ রিদয়ে 
জেনেছিলে তুমিও একই সেতুবন্ধনে 

মায়ের আরতি যখন জমবে 
আনন্দে  তুমি হে রহিবে 
তুমি হে অমর মান্না দে 
নও  অনাহুত তুমি তো অমর শিল্পী 
আমাদের রিদয়ে 

No comments:

Post a Comment