আমি ভুলেছিলাম সবই
কাজের কাজ ; শুধু ভোলা হয় নাই তোমায় সখা
তুমিই রয়েছো তুমিই গাহিছো তুমি বহিছো
তোমারি ধমনী বলিছে আমারি কথা
ঠিক বলি নাই জানি বর ; তা শুধু জানেন ঈশ্বর
যদি কভু ভাঙে আসক্তি ;দেখিতে চাইবো তাকে সব জানেন যিনি
মাধ্যক্রোশের অধিপতি
রইলো তাই আমার শুরু ও শেষের চিঠি ; যেন তুমি তারই এ কাজ
অন্নদামঙ্গল এর আমলে যদি বাজে কভু মঙ্গল বাঁশি
সে সংসকরণের সুর মাধূরী আধুনিকতারই মেধাবী বেদি
চন্দ্রায় ক্ষতচরণ যুগল বাড়ায় সূর্যেরই পরিধি ;যেন তুমি তারই এ কাজ
কাজের কাজ ; শুধু ভোলা হয় নাই তোমায় সখা
তুমিই রয়েছো তুমিই গাহিছো তুমি বহিছো
তোমারি ধমনী বলিছে আমারি কথা
ঠিক বলি নাই জানি বর ; তা শুধু জানেন ঈশ্বর
যদি কভু ভাঙে আসক্তি ;দেখিতে চাইবো তাকে সব জানেন যিনি
মাধ্যক্রোশের অধিপতি
রইলো তাই আমার শুরু ও শেষের চিঠি ; যেন তুমি তারই এ কাজ
অন্নদামঙ্গল এর আমলে যদি বাজে কভু মঙ্গল বাঁশি
সে সংসকরণের সুর মাধূরী আধুনিকতারই মেধাবী বেদি
চন্দ্রায় ক্ষতচরণ যুগল বাড়ায় সূর্যেরই পরিধি ;যেন তুমি তারই এ কাজ
No comments:
Post a Comment