Tuesday, 19 July 2016

নীল নদীর ধারে

আমি আবিষ্কারে তুমারে 
অবিরাম শ্রান্ত ত্যাগে ,নীল নদীর নিজেল জলে চেয়েছিনু আমায় সম্পৃতে 
তোমায় আবিষ্কারে 

আমি আবিষ্কারে তুমারে। 

ভেবেছিনু আনমনে যাবো ছুঁয়ে তোমায় 
তা কি করে যে তোমায় বোঝায় , রঙের খেলায় 
স্বতঃস্ফর্ত স্বীয় ধ্রুব আত্মার মেলায়। 

একই সুখে একই দুঃখ এর ধারায়  শুভ্র  পবিত্রতায় ,সেদিনও কাটবে সময় 
দ্বিদন্ধে নীল নদীর ধারে। 

আমি আবিষ্কারে তুমারে 
অবিরাম শ্রান্ত ত্যাগে ,নীল নদীর নিজেল জলে চেয়েছিনু আমায় সম্পৃতে 
তোমায় আবিষ্কারে 

সমতানে সমহারে সমান দৃষ্টিতে ,যদি চাও তুমি অতীতের অনাসৃস্টিতে 
সেদিন ধরণীর পানে দেখিবে না আমায়  সেই নীল নদীর ধারে। 

আমি আবিষ্কারে তুমারে 
অবিরাম শ্রান্ত ত্যাগে ,নীল নদীর নিজেল জলে চেয়েছিনু আমায় সম্পৃতে 
তোমায় আবিষ্কারে 

No comments:

Post a Comment